উপজেলা রিসোর্স সেন্টার, কাউখালী, পিরোজপুর।
দপ্তর প্রধানঃ ইন্সট্রাক্টর।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন একটি প্রতিষ্ঠান “উপজেলা রিসোর্স সেন্টার”
অবস্থানঃ ১৯ নং কচুয়াকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন।
কাজঃ উপজেলা পর্যায় শিক্ষক, প্রাথমিক শিক্ষা সংশিষ্ট কর্মকর্তা এবং এসএমসি সদস্যদের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন প্রদান, সেমিনার আয়োজন, তথ্য সরবরাহ, ইকুইপমেন্ট সংক্রান্ত সুবিধা প্রদান, শিক্ষা উপকরণ প্রস্তুত ও সংরক্ষণে শিক্ষকদের সহায়তা প্রদান । এছাড়াও বিভাগীয় আরোপিত দায়িত্ব সমূহ পালন ও চাহিদার ভিত্তিতে সামাজিক উদ্বুদ্ধকরণ সভা সমাবেশের আয়োজন করা।
উপজেলা/থানা রিসোর্স সেন্টারের লক্ষ্য:
একাডেমিক সহায়তা প্রদান ও ধারাবাহিক প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরিকালীন পেশাগত দক্ষতার উন্নয়ন।
উপজেলা/থানা রিসোর্স সেন্টারের উদ্দেশ্য:
১. প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের পেশাগত দক্ষতার উন্নয়ন;
২. বিদ্যালয় ও শ্রেণিকক্ষে শিখন-শেখানো প্রক্রিয়ার মানোন্নয়ন;
৩. বিদ্যালয়ে টিচার্স সাপোর্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠা;
৪. শিখন-কাজে গঠনমূলক (ধারাবাহিক) মূল্যায়ন প্রচলন;
৫. প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শিখনের গুণগতমান উন্নয়ন;
৬. প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণ চাহিদা নিরূপণ;
৭. স্বল্পমেয়াদি প্রশিক্ষণ বাস্তবায়ন;
৮. শিক্ষক প্রশিক্ষণ মূল্যায়ন প্রচলন;
৯. অনুস্মারক/সঞ্জীবনী প্রশিক্ষণের ব্যবস্থা করা;
১০. শিক্ষকদের জন্য সাব-ক্লাস্টার প্রশিক্ষণ পদ্ধতির উন্নয়ন;
১১. শিক্ষকদের তথ্য ভান্ডার (ডাটা ব্যাংক) প্রতিষ্ঠা;
১২. বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষক অভিভাবক সমিতিকে শক্তিশালীকরণ;
১৩. সামাজিক উদ্বুদ্ধকরণ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস